Beauty Tips, Skin care

বগলের কালো দাগ দূর করার কার্যকরী উপায় । Dark Underarms solutions

Under Urms

বগলের দাগ নিয়ে কিছু টিপস

আমরা অনেকেই রেজার অথবা হেয়ার রিমুভার ক্রিম ব্যবহার করে আমাদের বগল তলা কালো করে ফেলি। প্রকৃতগতভাবেই আমাদের হাতের কনুই, ঘাড়, হাটু, এমনকি প্রাইভেট অঙ্গ গুলো কালো হয় কিন্তু আমরা চাইলে ঘরোয়া বা ভালো কোন ব্র্যান্ডের পণ্য ব্যবহার করে আমরা কালো অংশগুলোকে দূর করতে পারি। এদিকে স্লিভলেস বা অফ শোন্ডার পোশাক পরার সবথেকে প্রথম শর্ত মসৃণ ছোপবিহীন বাহুমূল। কিন্তু কালো ছোপের কারণে অনেকেই পছন্দের পোশাক পরার কথা ভেবেও পিছিয়ে আসেন। জেনে নিন বগলের কালো ছোপ তোলার কিছু পদ্ধতি।

কেন হয় বগলের দাগ?

ত্বকে অত্যধিক পরিমাণে মেলানিন উৎপাদন হলে হাইপারপিগমেন্টেশন হয়। এতে বগলের জায়গায় কালো দাগ হতে পারে। এছাড়াও সূর্যের রশ্মি এবংকোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও হাইপারপিগমেন্টেশন হয়

SHOP ON OGERIO

বাথ সল্ট:

স্বাচ্ছন্দ্যে গোসল নিঃসন্দেহে ভালো অনুভূতি দেয়। আর ভালো গোসলের জন্য বাথ সল্ট চমৎকার উপাদান। এতে থাকা অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট ত্বকের সমস্যা দূর করে ত্বকের প্রয়োজনীয় খনিজ পুনরুজ্জীবিত করতে সাহায্যে করে। যার মাধমে আপনার বগল, হাতের কনুই, ঘাড়, হাটু, এমনকি প্রাইভেট অঙ্গ ধীরে ধীরে পরিষ্কার এবং কালো ভাব দূর হতে সাহায্য করে

ভিটামিন সি সিরাম:

ভিটামিন সি আপনার স্ক্রিনের স্পট কে দূর করতে সহযোগিতা করে সেক্ষেত্রে আপনি শেভিং করার পরে অথবা ক্রিম ব্যবহার করার আগে ভিটামিন সি সিরাম ইউজ করতে পারেন। একটু লেবু এবং চিনি মিক্স করে স্কার্ব করে নিবেন সিরাম ব্যবহার এর আগে. তবে আপনি চাইলে ডাবল ক্লিন করতে টোনার ব্যবহার করতে পারেন

অলিভ অয়েল:

এ ক্ষেত্রে অলিভ অয়েলের সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মিশিয়ে ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিন দিন এই মিশ্রণ বগলে লাগালে সহজেই মুক্তি পাবেন দাগছোপের সমস্যা থেকে।

আন্ডার আর্ম ক্রিম :

বাজারে অনেক ধরণের আন্ডার আর্ম ক্রিমপোয়া যায় এর মাজে আপনি অবশই রিভিউ দেখে ক্রিম ব্যবহার করবেন। অবশই দেখে শুনে কিনবেন কারণ নকল প্রোডাক্ট অনেক। OGERIO থেকে কিনলে ১০০% অরিজিনাল তা পাবেন কারণ তারা কোনো রেপ্লিকা বিক্রয় করে না.

SHOP ON OGERIO

গোলাপ জল ও বেকিং সোডা:

এক চামচ বেকিং সোডা নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। দাগছোপ দূর করতে, মিশ্রণটি সপ্তাহে দু’ থকে তিন বার বগলে লাগাতে পারেন। মিনিট পাঁচেকের বেশি রাখবেন না যেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *