স্কিন ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার এর ব্যবহার – Skin care
ময়শ্চারাইজার হলো আমাদের সকলের পছন্দের স্কিন কেয়ার এর একটি প্রোডাক্ট। ত্বকে দীর্ঘস্থায়ী আর্দ্রতা পৌঁছে দেওয়া আর শুষ্কতা কমানোর পাশাপাশি ময়শ্চারাইজার ত্বক কোমল আর সতেজ রাখে। ডেইলি স্কিনকেয়ারের একটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা। আজ আমরা কথা বলবো স্কিন ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার।
ময়েশ্চারাইজার এর উপকারিতা:
১.ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে।
২.ত্বকের চামড়া ঝুলে পড়েনা।এবং সহজেই ত্বকে বয়সের ছাপ পড়ে না।
৩. এটি ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে।
৪. নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক অনেক মসৃণ হয়।
৫. শুষ্কতা রোধ করা
৬. ব্রণর সাথে লড়াইয়ে সহায়ক
৭. যেহেতু ময়েশ্চারাইজার একটি ক্রিম বেসড প্রোডাক্ট তাই এটি ব্যবহার এর সময় আলতো হাতে ম্যাসাজ করার প্রয়োজন হয়।
৮ . সূর্যের রশ্মি (সান স্কিন)থেকে সুরক্ষা
01. তেলতেলে ত্বক
অয়েলি স্কিন অনেকেই ময়শ্চারাইজার ব্যবহার করতে চায় না যা তাদের সবচাইতে বড় ভুল. এর কারণে স্কিন আরো তেল তেলে হয়ে যায় যা পরবর্তীতে একনি হওয়ার সম্বাবনা অনেক বেশি। ময়শ্চারাইজার মাখার পর তার ওপরে মেকআপ লাগানোর কাজটাও সহজ হয়ে যায়। আপনি আপনার স্কিন এর জন্য পন্ড’স সুপার লাইট জেল ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। Pond’s Super Light Gel Moisturiser -হালকা তেলহীন ফরমুলা, যা ত্বকে সহজেই শুষে যায়। এছাড়াও আপনি ল্যানবেনা , লাইকও , নিউট্রোজেনা, সেরাভী ব্র্যান্ড এর পণ্য ব্যবহার করতে পারেন।
SHOP AT OGERIO
Simple Kind to Skin Replenishing Rich Moisturiser – 125ml
Original price was: 950৳.680৳Current price is: 680৳.Revolution Skincare Vitamin C Glow Moisturiser 45ml
Original price was: 1,540৳.1,250৳Current price is: 1,250৳.Melao Snail Repair Cream Moisturizing Cream for Day and Night – 50g
Original price was: 850৳.750৳Current price is: 750৳.Fenyi Japan Cherry Blossom 5pcs Skincare Set
Original price was: 1,250৳.765৳Current price is: 765৳.SHOP AT OGERIO
02. শুষ্ক ত্বক
শুষ্ক ত্বক ময়শ্চারাইজার ছাড়া আপনার এক মুহূর্তও চলবে না কারণ আপনাকে অবশই একটি লং টাইম ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। শুষ্ক ত্বকে পরিপূর্ণ আর্দ্রতা পৌঁছে দিতে আমাদের সেরা পছন্দ হল লাইকও হাইড্রোক্রলিক এছিড ক্রিম / Laikou Hyaluronic Acid Cream । এই ময়শ্চারাইজার এর উপাদান আপনার শুষ্ক ত্বকের লং টাইম আদ্রতা ধরে রাখতে সাহায্য করে । এটি ত্বকের টিস্যুগুলো মেরামত করে, আর্দ্রতার মাত্রা বজায় রাখে এবং ত্বকের রং মসৃণ করে তোলে।
03. স্পর্শকাতর ত্বক
সেনসিটিভ স্কিন হলে আপনাকে অবশই সেনসিটিভ স্কিন টেস্ট করে যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে । এ ধরনের ত্বকের জন্য সঠিক ময়শ্চারাইজার খুঁজে বের করার কাজ কঠিন হতে পারে। তবে চিন্তা নেই, হাতের কাছে রাখুন সিম্পল কাইন্ড টু স্কিন প্রোটেক্টিং লাইট ময়শ্চারাইজার এসপিএফ/ Simple Kind To Skin Protecting Light Moisturiser SPF 15 । পাশাপাশি এই ময়শ্চারাইজারের এসপিএফ 15 আপনার স্পর্শকাতর ত্বককে রোদের ক্ষতিকর ইউভি রশ্মির হাত থেকেও রক্ষা করে।
04. কম্বিনেশন ত্বক
কম্বিনেশন ত্বকের ক্ষেত্রে মুশকিলটা হল এই ত্বক কোথাও শুকনো, কোথাও আবার তেলতেলে। মুখের টি-জোনে প্রচণ্ড তেল জমে, আর বাকি অংশ একদম শুকনো থাকে! এই ব্যাপারটা ব্যালান্স করে ত্বক আর্দ্র রাখতে বেছে নিন নিউট্রোজেনা রিফ্রেশেসিং ময়শ্চারাইজার / Neutrogena Refreshingly Clear Oil Free Moisturiser. । হালকা এই জেল ত্বকে নিমেষে মিশে যায়, ত্বক সতেজ আর আর্দ্র থাকে দিনভর। এই ময়শ্চারাইজার একেবারেই চটচটে বা তেলতেলে নয়, বরং এতে রয়েছে দুধ, পিচ আর ভিটামিন বি3-এর পুষ্টি যা আপনার মুখে এনে দেয় তাজা ফলের সতেজতা। সঙ্গে রাখুন এই ময়শ্চারাইজার, নির্জীব নিষ্প্রাণভাব ত্বকের ধারেকাছেও ঘেঁষতে পারবে না।
মেকআপের আগে স্কিন প্রিপারেশনের জন্য ময়েশ্চারাইজার:
স্মুথ মেকআপ লুক তৈরিতেও ময়েশ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে! মুখের একপাশে ময়েশ্চারাইজার দিয়ে এবং অন্য পাশে ময়েশ্চারাইজার ছাড়া মেকআপ করে খুব সহজেই কিন্তু পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। ময়শ্চারাইজার স্কিনে মেকআপ বেইজ খুব সুন্দরভাবে বসে যায়। তাই মেকআপের আগে স্কিন প্রিপারেশনের জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা খুব গুরুত্ব পূর্ণ।
কখন ময়শ্চারাইজার ব্যবহার করবেন?
✔এটা নির্ভর করে কোথায় ব্যবহার করছেন তার উপর। যদি সারা শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করেন, তাহলে অবশ্যই তা স্নানের পর করা উচিত।
✔তবে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে চাইলে সকালে একবার ও রাতে একবার ফেস ওয়াশ করার পর এটি অ্যাপ্লাই করুন।
✔আর মুখে ময়েশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে এটি নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর। যখন যখন আপনি ফেস ওয়াশ ব্যবহার করেন তারপরই ময়েশ্চারাইজার লাগান।
ময়েশ্চারাইজার ব্যবহার সকল নারী পুরুষ এর জন্যই অপরিহার্য এবং যেকোনো ঋতুতেই ময়েশ্চারাইজার ব্যবহার করা মাস্ট। সিরাম ব্যবহার এর পরেই ব্যবহার ময়েশ্চারাইজার করা উত্তম . তাই এর সঠিক নিয়ম জেনে,ভালো জায়গা থেকে কেনার কৌশল জেনে তবেই ময়েশ্চারাইজার ব্যবহার করা শুরু করা উচিত।